অবতক খবর :: শিলিগুড়ি ::     শিলিগুড়ির ৩১ নং ওয়ার্ডের শক্তিগড় যুব সম্মিলনীর উদ্যোগে স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং আর্থিক ভাবে দুর্বল মানুষদের খাদ্য দ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

পর্যটনমন্ত্রী গৌতম দেব জানালেন করোনার আবহে বহু মানুষ তার কাজ করতে পারছেন না,ফলে রোজগারও কমে গেছে। নিত্যনৈমেতিক জিনিসও আনতে পারছেন না অনেকে। তাই আমরা সবাই এক হয়ে চেষ্টা করছি এই আসহায় মানুষদের পাশে দাড়াতে।আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ যাতে না খেয়ে থাকেন,তাই আমাদের সামান্য চেষ্টা এই গরীব অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিতে।