অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে চলছে ঘরে ঘরে সানেটাইজেসনের কাজ। কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্তের নির্দেশে রোজই চলছে সানিটাইজেসন।

কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত জানালেন আমি চেষ্টা করে যাচ্ছি যাতে গোটা ১৪নং ওয়ার্ডকে সানেটাইজ করা হয়। এতে যারা বাইরে থেকে আসছেন তাদের অনেকটাই সুবিধা হবে। তাদের যদিও ১৪দিনের কোয়ারেনটাইনে যেতে হবে,তবে তাদের প্রতিবেশীরা অনেকটাই নিরাপদে থাকবেন। শ্রাবনী দত্ত আরো জানলেন গত এক মাস ধরে চলছে এই সানিটাইজেসন। আমি নিজে যারা সানেটাইজ করছেন বাড়ি বাড়ি গিয়ে তাদের বিশেষ পোষাক কিনে দিয়েছি। যাতে তাদের শারীরিক কোন ক্ষতি না হয়। কারন এই তেল একধরনের বিশেষ রাসায়নিক পদার্থ দিয়ে তৈরী,যা গায়ে লাগলে শরীরের ক্ষতি হতে পারে।

শ্রাবনী দত্ত আরো জানালেন এই সানিটাইজেসন চলবে আরো এক মাস। তার পরেও আমরা বাড়াতে চেষ্টা করবো। ওয়ার্ডে রোজই বাইরে থেকে লোক আসছেন,আর আমার কাছে দিনে অন্তত দশটা ফোন আসছে, আমি চেষ্টা করছি যাতে ওয়ার্ডের মানুষকে সুস্থ এবং বিপদমুক্ত রাখতে পারি।