নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৩ ডিসেম্বর :: শিলিগুড়ি :: সকালবেলায় শিলিগুড়ির হংকং মার্কেটে ব্যাগ চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুজন মহিলা।
আজ সকাল দশটার সময় শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে ঢোকেন দুজন মাঝবয়সী মহিলা ,একজন দেখতে থাকেন অন্যজন কাউন্টারে যান ,সেই সময় যিনি ব্যাগ দেখছিলেন তিনি তিনটি ব্যাগ নিয়ে পালাতে যান সেই সময় তাকে দেখে ফেলেন এক ব্যক্তি।
ধরা পড়ে নিজের দোষ মেনে নেন তারা অভিযুক্ত দুজনই আশিঘরের বাসিন্দা ,পরে শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়েছে।