অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ শিলিগুড়িতে সেফ লাইফ কর্মসূচি পালন করা হল। আজ এই উপলক্ষে ভক্তিনগর ট্রাফিকের পক্ষ থেকে একটি ট্যাবলো বের করে।

এছারাও ভক্তিনগর ট্রাফিকের পক্ষ থেকে আজ প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় মাষ্ক,সানেটাইজার এবং সরষের তেল। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষকে দুরে থেকে কাজ করতে বলা হয়। প্রত্যেককে সাবধানতা অবলম্বন করে চলতে বলা হয়।