অবতক খবর :: শিলিগুড়ি :: ১ মে :: করোনা সংক্রমণ ও লকডাউন জনিত কারণে সাধারণ মানুষ প্রায় কর্মহীন। খাদ্য সংকটও সেই পর্যায়ে। আর এমনই দুর্দশায় সাধারণের পাশে এগিয়ে এল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্য আনন্দময়ী কালীবাড়ি। আজ থেকে কালীবাড়ির তরফ থেকে দুস্থদের জন্য খাবার দেওয়া শুরু হল। কালীবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে,”রোজ একহাজার জনকে খাবার দেওয়া হবে। এই বিতরণ চলবে আগামী ৭ই এপ্রিল পর্যন্ত।









