অবতক খবর :: শিলিগুড়ি ::    আজ শিলিগুড়িতে শিল্পীরা দাড়ালেন শিল্পিদের পাশে। করোনা এবং লকডাউনের মাঝে হারিয়েছে অনেককিছুই।অনেক মানুষ কাজ হারিয়েছেন, কেউ বা হারিয়েছেন নিজের উপার্জনের রাস্তা।

তাই আজ শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের বাইরে দুস্থ শিল্পীদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন প্রতিষ্ঠিত শিল্পীরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার, রাজনৈতিক ব্যক্তিত্য সৌমিত্র কুন্ডু এবং অন্যান্য সমাজের প্রতিষ্ঠিত শিল্পীরা।

উপস্থিত ছিলেন এস জে ডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল ।আজ মোট পঞ্চাশ জন দুস্থ শিল্পীর হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তারা।