নিজস্ব বিসংবাদদাতা :: অবতক খবর :: ২১শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: আজ শিলিগুড়ি বিমান বন্দর থেকে সকাল সাড়ে সাতটায় ইন্ডিগো বিমানটি উড়বার কথা ছিলো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ,কিন্তুু দেড় ঘন্টা পরেও বিমান না ছাড়ায় বিক্ষোভ ছড়ালো যাত্রীদের মধ্যে|যাত্রীরা এই শীতের মধ্যেও এয়ারপোর্টে চলে আসেন ভোর ছটার মধ্যে|
সকাল সাতটায় এয়ারপোর্ট কর্তপক্ষ জানান flight ছাড়তে দেরী হবে,আচমকা এই ঘোষনায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা,মোটা টাকা দিয়ে টিকিট কিনেও বিমান না ছাড়ায় কতৃপক্ষকে জিঞ্জাসা করেন বিমান দেরীতে ছাড়ার কারন কি,এয়ারপোর্ট থেকে কোন উত্তর ঠিকমত না পাওয়ায় টাকা ফেরতের দাবী করেন তারা|