অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে বাইরে থেকে করোনা রোগী ঢোকায় অসন্তুুষ্ট শিলিগুড়ির সাধারন মানুষেরা। বার বার বলা হচ্ছে কিংবা তাদের জিঞ্জাসা কেন কালিম্পং,মালদা এবং আলিপুরদুয়ার থেকে মানুষ এসে ভর্তি হচ্ছে শিলিগুড়িতে,প্রত্যেকের একটাই কথা গত একুশ দিনে শিলিগুড়ি এবং তার পাশের অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা কম, কিন্তুু তা হলেও কেন শিলিগুড়িকে রেড জোন করা হল এ নিয়ে কথা উঠছে সব মহলেই। অবশ্য কেন্দ্রীয় বাহিনীর রিপোর্টে বলা হয়েছে শুধু মাত্র রোগ বা রোগী নয় জোন নির্ধারন করা হয়েছে আন্যান্য তথ্যের উপর ভিত্তি করেই।সেখানে শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলের বাজার এবং মুখ্য জায়গার উপরও অনেকটাই নির্ভর করে।
এদিকে রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের এই তথ্য উড়িয়ে দিয়েছে,তারা জানিয়েছে এই রিপোর্ট সম্পুর্ন ভিত্তিহীন।কিসের ভিত্তিতে দার্জিলিং জেলাকে রেড জোন করা হল তা নিয়ে এখনো দ্বিধায় মানুষ। প্রত্যেকেরই একটাই কথা কেন বাইরে থেকে রোগী নিয়ে শিলিগুড়িকে ভর্তি করা হচ্ছে,যে রোগের পরিনাম এখনো ভয়াবহ। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল যাকে করোনা সেন্টার করা হয়েছে তার আশেপাশের স্থানীয় মানুষ এখন নিজের ভিটেমাটি বিক্রি করতে উদ্যেগী হচ্ছেন। কেন শিলিগুড়িতে করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে এই কথা উঠলে এক ডাক্তার জানান যাতায়াতের জন্য শিলিগুড়ি অন্যতম শ্রেষ্ঠ সে কারনে উত্তরবঙ্গের কেউ করোনায় আক্রান্ত হলে তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে।তবে অন্য জায়গা থেকে শিলিগুড়িতে করোনা রোগী নিয়ে আসায় ক্ষুদ্ব শিলিগুড়ির জনসাধারণ। তাদের মতে এই ভাবে অন্য জায়গা থেকে আক্রান্ত মানুষকে শিলিগুড়িতে নিয়ে আসবার ফলে মানুষের মধ্যে আতঙ্ক শুধু বাড়ছেই না,মানুষের দৈনন্দিন জীবনকে বিভ্রান্ত করে তুলেছে।








