অবতক খবর,৩০ মে: শিলিগুড়ি পৌরসভায় দেখা দিল পানীয় জলের সঙ্কট।পথে নেমে বিক্ষোভ দেখালেন বামেরা।

স্থানীয় সূত্রের খবর ,বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্বয়ং ঘোষণা করেছিলেন পৌরসভা থেকে যে জল সরবরাহ
করা হয় তা খাওয়া যাবে না ।আগামী কয়েকদিনের জন্য পানীয় জলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ।
মেয়র জানিয়েছিলেন পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পুরনিগমনের সরবরাহ করা জল কেউ পান করবেন না ।
জানা যায় পানীয় জলের মান খারাপ বেরোনোয় এমন সিদ্ধান্ত নিয়েছিল পৌরসভা ।
বিকল্প হিসাবে জলের পাউচ বিলি করা হচ্ছিল। শহরজুড়ে ২৬টিপানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হবে
বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু বুধবার পানীয় জলের সঙ্কট না মেটায় বিক্ষোভ দেখিয়ে পথে নামেন বামেরা ।

সূত্রের খবর ,এই বিষয়ে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন “অদক্ষ কেউ যদি মেয়রের মতো গুরুপ্তপূর্ণ পদে বসেন
তবে কী হতে পারে দেখা যাচ্ছে “।২০দিন ধরে মানুষ বিষাক্ত পানীয় জল খেলেন, হাসপাতালে ভর্তি হলেন, মেয়র তা জানতোই না ।
যখন তিনি সব জেনে জল না খাওয়ার সিদ্ধান্ত নিলেন তার আগেই উপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার ছিলো তার ।তিনি ঘোষনা করলেন
৪৭টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ডের মানুষ সারাদিনে জল পাবে,আর বাকি ৪৬টি ওয়ার্ডের মানুষ জল পাবে না এর থেকে প্রমাণিত মেয়র “অদক্ষ” বললেন বিজেপি বিধায়ক ।