অবতক খবর :: শিলিগুড়ি :: ৫ জুন ::   বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সিং। প্রথমে তিনি জেলা পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন। করোনা মোকাবিলায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। স্টেট গেস্ট হাউসে করোনা পরিস্থিতিতে করোনা মোকাবিলায় পুলিশ কী কাজ করছে এবং কোথায় কিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে,এছাড়াও কোথায় কী সমস্যা আছে তা নিজে তদারকি করে খতিয়ে দেখেন ডিজি ।

আজ সকাল থেকে দফায় দফায় পুলিশ কমিশনারেট, রেল পুলিশসহ জেলা পুলিশের কাজকর্ম কিভাবে চলছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা সেসব নিয়ে পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ডিজি বিরেন্দ্র সিং। স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনে ডিজি বীরেন্দ্র সিং জানান,” রুটিন ভিজিট করছি। কোন জায়গা থেকে বাইরে থেকে মানুষ আসার খবর পেলে পুলিশের ভুমিকা কি থাকছে তা তদারকি করে দেখা প্রয়োজন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার কলকাতায় যাবেন তিনি। শুক্রবার পুলিশের সাথে আরও এক দফায় বৈঠক হওয়ার কথা তার।