অবতক খবর :: শিলিগুড়ি :: ২৪ জুন ::    শিলিগুড়ির বিভিন্ন জায়গায় তৃনমূলের গোষ্ঠী কোন্দল বেড়েই চলেছে প্রতিদিনই। কখনও ত্রাণ বিতরণকে কেন্দ্র করে, কখনও বা রাজনৈতিক কার্যকলাপ ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আপাতত শিলিগুড়ির সংবাদ শিরোনামে। যদিও জেলা অফিস থেকে এ বিষয়ে কিছু বলতে নারাজ, কিন্তু তৃনমূলে প্রায় প্রতিদিনই চলছে এমন কোন্দল। স্থানীয় সূত্রে খবর, কোন্দল কার্যত ছড়িয়ে পড়েছে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলার,কো-অর্ডিনেটরের বিপক্ষে কাজ করে চলেছে অন্য লবি। যারা ত্রাণ দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান পালন, এবং রাজনৈতিক কার্যকলাপ সব জায়গাতেই একটা বিভাজনের সৃষ্টি করে রেখেছে। এ বিষয়ে কো-অর্ডিনেটরকে জিজ্ঞাসা করলে তিনি জানান, “আমরা কি করবো ? রাজ্যের নির্দেশই মানতে চান না অনেকে। সবাইকে বলা হচ্ছে এক সাথে কাজ করতে।” এ ব্যাপারে পর্যটনমন্ত্রী এবং দার্জিলিং জেলা সভাপতিও নানা ভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ। শিলিগুড়ির রেজাল্ট এমনিতেই খারাপ, দলনেত্রীর নির্দেশ একসাথে কাজ করতে। তা হলেও তৃনমুলের সংগঠন এব্যাপারে একেবারেই ব্যর্থ। আগামীতে ভোটের পরিস্থিতি কোথায় যাবে তা কিন্তুু অনেকটাই নির্ভর করবে তৃণমুলের অভ্যন্তরীণ কোন্দল কতটা কমবে তার উপর।