অবতক খবর :: শিলিগুড়ি :: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কুমড়ো বোঝাই ট্রাক থেকে উদ্ধার হল ৫২ কেজি গাঁজা৷ সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ফুলবাড়ি এলাকায়। তাঁদের তৎপরতায় ধরা পড়ে ট্রাকটি।
ট্রাকটি জলপাইগুড়ির দিক থেকে ফাঁসিদেওয়ার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় ট্রাকের চালক তথা মালিক লালন রায়কে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লালন রায় বিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া ৫২ কেজি গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল আর এই চক্রে আর কারা জড়িয়ে রয়েছে তা জানগে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত লালন রায়কে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।








