অবতক খবর :: শিলিগুড়ি ::   করোনার দাপটে তটস্থ আমজনতা। প্রতিদিনই রেকর্ড মাত্রায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে শিলিগুড়িতে নতুন করে আরও দশজনের করোনা পজিটিভ ধরা পড়ল। যাদের মধ্যে ফাঁসিদেওয়া, হাতিঘিষা, নকশালবাড়ি প্রভৃতি জায়গার পাঁচজনের পজিটিভ হবার খবর পাওয়া গেছে। প্রত্যেকের লালারস সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়েছে স্থানীয় নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করে সেখানকার স্থানীয় মানুষগন। কেন বাইরের লোকেদের এইভাবে আসতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রসঙ্গত কয়েকদিন আগেই কোচবিহার থেকে ৩৭ জন করোনা আক্রান্তকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে আনা হয়েছে বলে খবর। তা নিয়েও সাধারণের মধ্যে বিস্তর ক্ষোভ।