অবতক খবর,৬ মার্চ: শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার। শিলিগুড়ি থানার পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ওই দুই যুবক গভীর রাতে ১০ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর তীরে বসে ছিল। মঙ্গলবার গভীর রাতে পানিটঙ্কি ফাঁড়ির টহল পুলিশ ভ্যানে এই দুই যুবকের নজর পড়ে। পরে পুলিশ তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি পাওয়া গেছে। এরপর পুলিশ তাদের দুজনকে তল্লাশি করে।
তল্লাশির সময় গৌতম বিশ্বাস ও পঙ্কজ তালুকদার নামক দুই যুবকের কাছ থেকে একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গৌতম বিশ্বাস শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথাভাঙার বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক এবং শিলিগুড়ির দুর্গা নগরে একটি বাড়ি ভাড়া নিয়েছেন।
গ্রেফতারকৃত গৌতম বিশ্বাসের কাছ থেকে একটি বন্দুক এবং পঙ্কজ তালুকদারের কাছ থেকে কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দু’জনেই কোনও অপরাধের পরিকল্পনা করছিল। গতরাতে শিলিগুড়িতে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল। ধৃত দুজনকেই আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।