অবতক খবর,২১ জানুয়ারি: অবশেষে অপেক্ষার অবসান। বউবাজারৈ মেট্রো স্টেশন তৈরির সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো স্টেশনে প্রথম ট্রায়ালরান সম্পন্ন করলো মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রায় তিন কিমি এই রাস্তা ১১ মিনিটেই ট্রায়ালরান সম্পন্ন করা হয়। শিয়ালদহ থেকে ১১:২০ মিনিটে মেট্রো ছাড়া হলে ১১ঃ৩১ মিনিটে তা এসপ্ল্যানেডে পৌঁছেয়।

এই ট্রাইল রানের পর ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষ এবং কে এম আরসিএল এর মধ্যে একটি মিটিং ও সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই মেট্রোরেলে জুড়তে চলেছে আরো নতুন একটি পালক। চালু হতে পারে শিয়ালদা থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল। তার পাশাপাশি উন্নত সিগন্যালিং ব্যবস্থা দেওয়ার জন্য ইতিমধ্যেই এই রুটে ফরাসি কোম্পানির কে নিয়োগ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।