অবতক খবর,১ জুন: নির্বাচনের শুরুতেই শিবলিঙ্গে পুজো দিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।এর আড়াই মাস পর যখন নির্বাচনের দিন এলো,এদিন সকাল সকাল পাড়ার শিব মন্দিরে দেখা গেলো সায়নীকে।

শিব মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে পুজো দেন তৃণমূল প্রার্থী ।ফুল-মোমবাতি -ধূপ দিয়ে আরতি করতে দেখা গেলো তাঁকে ।

সূত্রের খবর ,গত ১০মার্চ তৃণমূলের ব্রিগেডের সভা থেকে যাদবপুরে প্রার্থী হিসেবে সায়নীর নাম ঘোষণার দিন পনেরোর মধ্যে যাদবপুরের
শিবলিঙ্গে পুজো দিয়েছিলেন তিনি। তারপর টানা আড়াইমাস ভোটের প্রচার করেছেন তিনি ।শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট ছিল তার কেন্দ্রে।আড়াই মাসের পরিশ্রমের পর সায়নীর অগ্নিপরীক্ষা ।আর এই অগ্নিপরীক্ষায় জিততেই ভরসা রেখেছেন তিনি স্বয়ং মহাদেবের ওপর। তাকে দেখা যায় সবুজ পাড় গেরুয়া আঁচলের সাদা শাড়িতে শিবলিঙ্গের সামনে বসে পুজো করতে ,এরপর একে একে ,পুজো করেন
মন্দিরে থাকা অন্য দেবদেবীর মূর্তিকেও ।

মোমবাতি ধূপ দেখিয়ে আরতি করতে দেখা যায় তৃণমূল পার্থীকে।শেষ কিছুক্ষণ হাতজোড় করে প্রার্থনা পর মন্দির থেকে বেরিয়ে যান যাদবপুরের প্রার্থী রওনা দেন ভাঙড়ের দিকে ।