অবতক খবর,১৭ ফেব্রুয়ারী : বিগত বছরের তুলনায় এবছর উপচে পড়বে ভিড় আশা রাখছেন মন্দির কমিটি তবে কেন এই ভিড় হবে জানেন কি, তাহলে জেনে নিন, এ বছর শিবরাত্রি রয়েছে মহাকুম্ভে তিথিতে সেই কারণেই যারা কুম্ভ মেলায় যেতে পারেননি, তারএই অঙ্গস্বরূপ এই জল্পেশ মন্দিরে পূজার অংশ নিবেন বলে অনুমান করছেন,মন্দির কমিটি,
এ বিষয়ে জল্পেশ মন্দিরের পুরোহিত জানান, এবছর মহা কুম্ভের পূর্ণস্নান শিবরাত্রির দিন পড়েছে সেই কারণেই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর ভিড় হবে ।
এ বছর তিথি ভালো আছে আর সেই কারণেই অনেক দূর দূরান্ত থেকে পূন্যার্থীরা আসবেন পুজো দিতে ।
উল্লেখ্য উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ তীর্থধাম হল জল্পেশ মন্দির এই মন্দিরে বছরে তিনটি মেলা বসে ফাল্গুন মাস, শ্রাবণ মাস ও বৈশাখ মাস তবে ফাল্গুন মাসে শিবচতুর্দশী থেকে মেলা বসে। দশ দিনব্যাপী চলেবে জল্পেশ মেলার মাঠ এলাকায় চলেবে মেলা।
তবে মন্দিরে শিবচতুর্দশী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত চলবে মেলা।
এই মেলা দেখার জন্য অনেক দূর দুরান্ত থেকে মানুষ আসে তাই আটো শাটো করা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তার জন্য থাকছে মন্দির কমিটির পক্ষ থেকে ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা , থাকছে একশটির বেশি ভলান্টিয়ার্স সাজিয়ে তোলা হচ্ছে পুরো মন্দির চত্বর।
জানা গেছে জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় চলবে দশ দিনব্যাপী মেলা, ইতিমধ্যেই বিভিন্ন দোকান দাররা এসেছে, পাশাপাশি এসেছে নাকরদোলা।