অবতক খবর,১১ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্য রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শিবদাসপুর থানার পুলিশ শারদৎসবের প্রাক্কালে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করল । উদ্ধার করা হল প্রায় ৫৯০ কেজি শব্দবাজি।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দেবকের মসজিদপাড়ার বাসিন্দা এক যুবককে। এই ঘটনা বিস্তারিত জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসিপি নৈহাটি পার্থ মন্ডল জানান ধৃত ব্যক্তিকে ৭ দিনের পুলিশি হেফাজত নেবার আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে আজ পাঠানো হয়েছে।