অবতক খবর,২৮ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিবদাসপুর থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার চেক বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে বিতরণ করা হলো।
এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় , সিআইসি সনৎ দে ডিসিপি নর্থ আইপিএস গণেশ বিশ্বাস ,এসিপি পার্থ রঞ্জন মন্ডল, শিবদাসপুর থানার অফিসার ইনচার্জ সমীর দাস, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, ব্যারাকপুর ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে , মামুদপুর অঞল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থসারথি পাত্র, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই চেক বিতরণী অনুষ্ঠানে মোট নয়টি ক্লাবের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।চেক প্রদান করা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ডিসিপি নর্থ আইপিএস গনেশ বিশ্বাস জানান যারা আজকে যারা চেক পেলেন তারা তো পেলেনই আগামীতে যদি নতুন পুজোর অনুদান দেওয়ার অনুমতি আসে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করা হবে।
তার পাশাপাশি বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমগ্র ব্যারাকপুরবাসী নাগরিকবৃন্দদের আগাম শারদ শুভেচ্ছা জানালেন।