অবতক খবর,১৮ জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শহরের একাধিক জায়গায় ইডির হানা। প্রসন্ন রায়ের নিউটাউনের বাড়ি ও অফিসে তল্লাশি। ইতিমধ্যেই প্রসন্ন রায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছে।
সিবিআই এর মামলা থেকে জামিন পেলে এবার ইডির হানা প্রসন্ন রায়ের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডিলম্যান হিসেবে কাজ করত প্রসন্নকুমার রায়, ইডি সূত্রে খবর, ৪০০টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্ন কুমার রায়ের তার এই সম্পত্তির কি সোর্স তা নিয়ে এবার তদন্তে নেমেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে নিউ টাউন বলাকা আবাসনের দুটি বাড়ি, দক্ষিণ 24 পরগনার আইডিয়াল ভিলা সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান।