অবতক খবর,বালুরঘাট, ১৮ আগস্ট: মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বা আশ্বাস মত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে ফের দক্ষিণ দিনাজপুরে বিক্ষোভ ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত চাকরিপ্রার্থীদের।

বুধবার দুপুরে বালুরঘাটে অবস্থিত জেলাশাসক ভবনের সামনে বিক্ষোভ দেখান এবং পরে ডেপুটেশন দেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা।

তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগ করবেন। বর্তমানে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আবেদন, দেওয়া প্রতিশ্রুতিমত এবার তাদের নিয়োগ করা হোক।

দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় ১০০ জন এমন চাকরি পদপ্রার্থী রয়েছেন। তাদের নিয়োগের দাবিতে তারা সরব হয়েছেন। এদিকে গত মাসের শেষে একই দাবিতে ডিপিএসসিতে ডিআইকে ডেপুটেশন দেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণরত পরীক্ষার্থীরা।