আজ বিশ্ব বা আন্তর্জাতিক শিক্ষক দিবস।
শিক্ষক নিয়োগ বন্ধ, দুর্নীতি বহমান। শিক্ষায় বেসরকারিকরণ। ৮ হাজারের উপরে স্কুল তুলে দেয়া হয়েছে। শিক্ষক দিবস প্রহসন হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষক দিবস বা গো-দান
তমাল সাহা

প্রতি পদে কত অপমান
আন্দোলনে গেলে কৈফিয়ত
পুলিশের লাঠিচার্জ
ব্লাউজ ছেঁড়া,
জগ ছোড়ার খতিয়ান—
শিক্ষকেরা আজ পেতেছে
লোকদেখানো সম্মান।

একে কি বলে?
জুতো মেরে গরু দান!

অত বড় রাষ্ট্রসংঘ
বিশ্বব্যাপী তার কত কার্যকলাপ !
সে কি জানে
কি ঘটিতেছে এইখানে বঙ্গীয় উপত্যকায়?
শত শত ভাবী শিক্ষকরা বসে আছে রাস্তায় অবস্থানে ধর্ণায়
তিন বছর ধরে তাদের কত বিলাপ প্রলাপ?

রাষ্ট্র নিশ্চুপ রাষ্ট্রসংঘও নিশ্চুপ
তাদের আছে কি এর কোন দায়?
কী অদ্ভুত আশ্চর্য!
তারা ফালতু এসব দিবস দিবস বলে
বিশ্ব মাতায়!