অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবস উপলক্ষে জেলার দুই শিক্ষককে শিক্ষারত্ন এবং বহরমপুর জে এন একাডেমি কে জেলার সেরা বিদ্যালয় পুরস্কার সম্মানে ভূষিত করা হয় এবং বিদ্যালয় কতৃপক্ষের হাতে এক লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হয়।

রাজ্যে মূল অনুষ্ঠানটি ভার্চুয়ালি কলকাতার ধনধান্য অডিটরিয়াম থেকে শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনের নতুন কনফারেন্স হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রাবিয়া সুলতানা,জেলা সমাহর্তা রাজর্ষি মিত্র,এ ডি এম (শিক্ষা) শ্রী মলয় রায়,জেলা শিক্ষা আধিকারিক অনন্যা ঘোষ,প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের দুই জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন সিনহা এবং অমর কুমার শীল,

লিড ব্যাংকের ডিস্ট্রিক্ট ম্যানেজার,সানি কুমার প্রমুখ।

এদিন সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার মহ: হাসান জাহাঙ্গীর এবং ৮,মহারানী কাশিশ্বরী গার্লস প্রাথমিক বিদ্যালয়ের শ্রীমতি রত্না প্রামানিকের হাতে শিক্ষারত্ন স্মারক পুরস্কার এবং পঁচিশ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়।

এদিনের জেলার অনুষ্ঠানে এযাবৎ জেলার ১২৬৭ জন ছাত্রছাত্রীদের কাছে স্টুডেন্ট ক্রেডিট প্রদান এবং তরুণের স্বপ্ন প্রকল্পে দ্বাদশ শ্রেণীর ৬৪,৫৭১ জন ছাত্র ছাত্রীদের কাছে এবছরের ট্যাব গ্যান্ট এর দশ হাজার টাকা তুলে দেওয়ার ঘোষণাও করা হয়।

এদিনের অনুষ্ঠানে গোড়াবাজার আই সি আই,মহাকালী পাঠশালা এবং জে এন একাডেমী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।