অবতক খবর,৬সেপ্টেম্বরঃ শিক্ষক দিবসকে মান্যতা দিয়ে সারা রাজ্যের সঙ্গে নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা তথা সম্পাদক শুভম দাসের উদ্যোগে শিক্ষক দিবস পালন করতে দেখা গেল। উদ্বোধনী সংগীতের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করে পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও সম্মানিত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের সিআই সি কানাইলাল আচার্য, শিক্ষিকা তথা নৈহাটি পৌরসভার কাউন্সিলার সোনালী নন্দী চক্রবর্তী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় প্রতিবছরের ন্যায় এবারেও শিক্ষক দিবসের পালনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হলো।