অবতক খবর,২ ডিসেম্বর,ব্যারাকপুর :মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিষেবা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আধিকারিক রা নড়ে চড়ে বসলেন। সোমবার দুপুরে ব্যারাকপুর ২ ব্লকের শিউলি উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দিয়ে এবং তাদের সাথে একসাথে বসে রান্না করা খাবার খেলেন বিডিও জনাব সারোয়ার আলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ইকবাল মুস্তাক।
তারা নিজে ও রাধুনীদের রান্না করা খাবার খেলেন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারী আধিকারিক দের বারবার বলেছেন ঘরে বসে থাকলে হবেনা। স্কুল কলেজ হাসপাতালে পরিদর্শন যান। তাদের সমস্যার কথা শুনুন। সঠিকভাবে পরিষেবা পৌঁছে দিন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিডিও কে সাথে নিয়ে ইতিমধ্যেই লেনিনগড় শিক্ষা নিকেতন এবং তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলে পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে শিউলি হাই স্কুলের মিডডে মিলে পড়ুয়াদের রান্না করা খাবার পরিদর্শনে যান। রান্না করা ভাত ডাল আলু কুমড়োর তরকারী খাবার পড়ুয়াদের মধ্যে নিজ হাতে বিলি করেন।রাধুনীদের সাথে কথাবার্তা বলেন।
রান্না ঘর ঘুরে দেখেন। খাবারের গুনগতমান বিচার করতে নিজে আহার করেন পড়ুয়াদের সাথে। সবাই হতবাক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রমুখ। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন বিদ্যালয় গুলিতে মিডডে মিলে রান্নার গুনগতমান পরীক্ষা করতে এই আচমকাই পরিদর্শন। তেঘরিয়া শশীভূষণ হাই স্কুল, লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলের পর শিউলি গ্রাম পঞ্চায়েতে হাই স্কুলে মিড ডে মিলের রান্না পরিদর্শন করা হল। রাধুনীদের রান্না যথেষ্ট উন্নতমানের। ছেলেরা তৃপ্তি করে ভাত ডাল কুমড়ো আলুর তরকারি সুস্বাদু খাবার খেয়েছেন। রাধুনীদের সাথে কথাবার্তা বলেছি।রান্না ঘর ঘুরে দেখা হয়।
কোন সমস্যা নেই। পড়ুয়াদের খাবারে কোন অসুবিধা আছে কিনা জিজ্ঞাসাবাদ করেছি। মিড ডে মিলের খাবার বর্জ্য ফেলবার জায়গার অসুবিধার সমাধান করে দেওয়া হবে বলে জানান হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষে নির্মান এবং ওয়াটার এটিএম এর কাজ ও তদারকি করা হয়েছে এদিন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়ারা ভীষন খুশি সারপ্রাইজ পরিদর্শনে।