মৃত্যু তোমাকে নিয়ে পালাবে কোথায়?
তুমি চলে গিয়েছো তাই কী!
লোকগানে জীবন হাঁটতেই থাকে, হেঁটে যায়

শাহ করিম যায়
তমাল সাহা

ওই দেখো হেঁটে যায় শাহ করিম
কন্ঠে ওঠে মরমিয়া সুর
জল মাটি মানুষের গান।
জীবনের দুঃখ বিষাদ প্রেম নিয়ে
তার শব্দবন্ধের অভিযান।

বাতাস আসে, বাতাস যায়
ধর্ম কী রে পোড়া কপাল!
পুরুত মোল্লা ফেলে দে ছুড়ে
ও সবই জীবনের হালাল।

দ‍্যাখ তুই
ভোরের আশমান
গোধূলির আশমান
কেমন রূপ ধরে বাহারি বর্ণে বর্ণে লাল!