অবতক খবর,২৮ মে: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন তাই শাহজাহানের সবকিছু জানতে পারা গেল। না হলে জনগণ কিছুই জানতে পারত না। তিনি বলেন যা কিছুই করুন না কেন টাকা লাগে লুট করতে গেলে অস্ত্র লাগে অস্ত্র কিনতে টাকা লাগে। এরা দুর্বৃত্ত বললেন অধীর।

তিনি আরো বলেন টাকা লুট করতে গেলে যে বাতাবরণ তৈরি করতে হয় ভয় দেখাতে হয়। যে পরিবেশ তৈরি করতে হয়। সেখানে অস্ত্র গুন্ডাগিরি প্রয়োজন। শাহজাহানের ক্ষেত্রে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল বলে, আজকে সব জানতে পারছি এবং তার লোকের কাছে যে অস্ত্র ভান্ডার আছে তা জনসমক্ষে আসছে।

অধির বলেন, ওইযেখানে এরকম শাজাহানদের পিছনে সরকার জড়িত থাকে শুধু তাই নয় তৃণমূল পার্টির সবাই জড়িত হয়ে। এদেরই আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয়ে তৈরি হয়েছে শাহজাহান শেখ আন্ড কোম্পানি। খুব স্বাভাবিকভাবেই এদের অপরাধ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অধীর বলেন পূর্ণাঙ্গ তদন্ত হলে অনেক বড় বড় রাঘববোয়াল এর নাম উঠে আসবে।