অবতক খবর,২৪ জুলাই: আজ শাসকদলের একাধিক দুর্নীতি সামনে আসার বিরুদ্ধে বীজপুর থানার গেটে বিক্ষোভ দেখালেন বিজেপি তপশিলি মোর্চার নেতৃত্বরা। পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির নেতৃত্বলের উদ্যোগে দেওয়া হয় ডেপুটেশন।
ABTAK EXCLUSIVE