হাংরি জেনারেশনের লড়াকু কবি
শম্ভু রক্ষিত-এর মৃত্যু দিবস জরুরি অবস্থায় জেল খেটেছিলেন কবি। তাঁর শেষ যাত্রায় চারজন লোক হয়েছিল

শাশ্বত উচ্চারণ
তমাল সাহা

কে কোথায় হাংরি,
কে কোথায় অ্যাংরি
চলছে তখন আলোচনা।
সব কিছুতেই জড়িয়ে গেছে
কবিতার নিরবচ্ছিন্ন হানা।

কবিতার আড়াল রাখতে হয়
কবিতার নিহিত অর্থ
বোধগম্য হয় বা না হয়
তবু কবিতা লিখতে হয়।

বিভিন্ন বিভঙ্গ কবিতার।
শব্দ প্রকরণ কতদূর যাবে
কে কে কাছে তুলে নেবে
যেমন বোধ যার।

নিশ্চিত আমি
সে ছিল স্বেচ্ছাচারী।
তার কবিতায়
নতুন পংক্তিবোধের আবাহন।
তার ছিল অতি সত্য কথন—
‘কবিতা ছাড়া অন্য কোনো পবিত্রতায়
আমার বিশ্বাস নেই’
এতো শাশ্বত উচ্চারণ।