অবতক খবর,২৯ সেপ্টেম্বর,কলকাতা :গান শুনতে কার না ভাল লাগে। নতুন কিংবা পুরাতন। শারদীয়া উৎসব ঘিরে নতুন পোষাক ভ্রমণের পাশাপাশি নতুন নতুন শিল্পী দের সুরেলা কন্ঠে সংগীত শ্রোতাদের মনকে দোলা দেয়।শুক্রবার বিকেলে শারদীয়া উৎসবের প্রাক্কালে কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হল সাতটি আধুনিক বাংলা গানের অডিও ভিডিও সিডি অ্যালবাম।ফিতে কেটে অ্যালবামের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটার বাদক পন্ডিত স্বপন সেন, সুরকার গীতিকার পরিচালক প্রশান্ত কুমার সাহা, জনপ্রিয় সংগীত শিল্পী গৌতম মজুমদার এবং কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক সিনিয়র সাংবাদিক কিংশুক প্রামাণিক। গানগুলিতে কন্ঠ দানে রয়েছেন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী গৌতম মজুমদার, উদিয়মান গায়িকা রেশমী মুন্সী, দিশানী সরকার, সংযুক্তা দাস এবং ঐকতান এর শিল্পীবৃন্দ। উদ্বোধক স্বপন সেন বলেন আমি অ্যালবাম টি প্রকাশ করে মুগ্ধ আপ্লুত আনন্দিত।মহানায়ক উত্তম কুমারের সাথে চারটি ছবিতে অভিনয় করেছেন স্বপন বাবু। দীর্ঘদিনের সাথী গৌতম।সুরের আবেগে গান গুলি চারিদিকে ছড়িয়ে পড়বে নিশ্চিত। শ্যামল মিত্র গৌতমকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। গান লেখা খুব কষ্ট। গুনও চাই। পরিশ্রম ও চাই। সবার ওপরে ভাগ্য। মানুষ হিসেবে গৌতম মজুমদার সবার চেয়ে সেরা। আগে মানুষ। তারপর শিল্পী ।ঈশ্বরের কাছে প্রার্থনা আরো বহু দূরে এগিয়ে যাবে। অনেক সুর কথা গান অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে। শিল্পীদের সুরেলা কন্ঠে সাতটি বাংলা আধুনিক গান বহুল প্রচারিত হবে। জনপ্রিয় সংগীত শিল্পী গৌতম মজুমদার বলেন সবাই পুরনো গানের পিছনে ছুটছে। নতুন গান হারিয়ে যাচ্ছে। নতুন শিল্পী নতুন সুর। স্বর্ণযুগের উদিয়মান নব শিল্পীদের কন্ঠে গান ফিরে আসুক শ্রোতাদের মন জয় করবে শারদীয়া উৎসবে। ভালো শিক্ষক হতে গেলে ভালো মনের মানুষ হওয়া একান্ত প্রয়োজন। পন্ডিত স্বপন সেন আন্তর্জাতিক গীটারিস্ট যথেষ্ট সমাদৃত।তার হাত ধরে এই অ্যালবাম প্রকাশ পরম সৌভাগ্য প্রাপ্তিলাভ।হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে দীর্ঘদিনের আলাপচারিতা ছিল। মাথায় হাত দিয়ে আর্শীর্বাদ করেছেন পরম প্রাপ্তি আমার বলেন গৌতমবাবু। শিল্পীদের সাথে পরিচিতি পর্ব চলে। উল্লেখ্য শিল্পী গৌতম মজুমদার খেয়াল এবং ধ্রুপদ শিখেছেন পন্ডিত শিব শঙ্কর মুখোপাধ্যায়ের কাছে। এর পরে ভয়েজ ট্রেনিং শিখেছেন পন্ডিত সুশীল বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং ১৯৭২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আধুনিক বাংলা গানের তালিম নেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সুরকার এবং সংগীত পরিচালক শ্যামল মিত্রের কাছে।