অবতক খবর,৬ অক্টোবর,নববারাকপুর : শারদীয়া উৎসবে মায়ের আগমনে অসহায় বৃদ্ধ বৃদ্ধা থেকে শিশু কিশোর দের মুখে একটু হাসি ফোঁটাতে রবিবার রাতে নববারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ড কমিটি এবং পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক এর উদ্যোগে স্থানীয় পশ্চিম কোদালিয়া শিশু পীঠ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওয়ার্ডের অসহায় মানুষদের প্রীতি নব বস্ত্র শাড়ি এবং ছোট ছেলে মেয়েদের জামা প্যন্ট প্রীতি উপহার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, ২০ নং ওয়ার্ডের তৃণমূল নেতা অরিন্দম আচার্য, ওয়ার্ডের সম্পাদক অলোক ভট্টাচার্য সহ ওয়ার্ড কমিটির অন্যান্য রা।
তৃণমূল নেতা অরিন্দম আচার্য বলেন সারা বছর পুরসভার ২০ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে মানুষের সাথে দাড়িয়ে সাধ্যমতো পরিষেবা দেওয়া থেকে নানাবিধ সামাজিক ও সেবা মূলক কর্মসূচি পালন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুর মাতা আরতি দাস মল্লিক এর উদ্যোগে মায়ের আগমনে এলাকায় অসহায় দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত হলাম এই সামান্য প্রয়াস মাত্র। ওয়ার্ডের সকল কর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সফলতা লাভ করে।