অবতক খবর,২৯ জানুয়ারি: নারী সুরক্ষায় এবার অভিনব আবিষ্কার দশম শ্রেণীর ছাত্রের। নদীয়ার শান্তিপুর এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হৃত্তিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট শক সু। ৩ হাজার টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে হৃত্তিক। এই বিষয়ে ছাত্র জানায় এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো দুষ্কৃতী দের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবে। এই জুতো থেকে বেরোবে ইলেকট্রিক শক।
শুধু তাই নয় জুতোয় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে পাঠাবে ম্যাসেজ এবং জিপিএস এর মাধ্যমে মাধ্যমে দেবে লাইভ লোকেশন। তবে এই জুতো বানিয়ে এখন রীতিমতো শান্তিপুরে চর্চায় হৃত্তিক। এই জুতো বর্তমানে সে বানিয়েছে মাত্র দশ দিনে।
বন্ধুরাও এই জুতো বানাতে তাকে সাহায্য করেছে বলেও জানায় হৃত্তিক। তবে তার ইচ্ছে বড় হয়ে আরও নতুন নতুন আবিষ্কার সে করতে চায়। যদিও তার আবিষ্কারে খুশি তার বাবা মাও। ছেলে আরও বড় জায়গায় যাক ইচ্ছে তাদেরও।