অবতক খবর,২০ মার্চ: এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। হরিনঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপ ঘিরে তোলপাড় বনগাঁর রাজনীতি।
ওই অডিও ক্লিপে হরিনঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজ করেছেন হরিনঘাটার বিধায়ক।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন,”বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে, তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না।” এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল পুরো বিষয়টিকেই তৃণমূলের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন।
তাঁর দাবি, ওই অডিও তৃণমূলের তৈরি। ভোটে হার নিশ্চিত জেনে অন্য পন্থা অবলম্বন করছে তৃণমূল। শাসকদলের প্রার্থী তথা বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে কেউ ভোট দেবে না, সেটা জেনেই এসব পন্থা বের করছে তারা।