অবতক খবর,৭ ফেব্রুয়ারী : আজ রোজ ডে শহর বহরমপুর জুড়ে লাল গোলাপের ব্যাপক চাহিদা।
প্রসঙ্গত ইউরোপিয়ান কালচারে মেতেছে বাঙালি, তার ভালোবাসার প্রিয় মানুষটিকে লাল গোলাপ উপহার দিতে মরিয়া প্রত্যেক যুবক-যুবতী থেকে সাধারণ মানুষ কার্যত শহর বহরমপুর জুড়ে লাল গোলাপ কেনার ঢল নেমেছে। ফুল বিক্রেতারাও খুশি ভালই দামে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে লাল গোলাপ। শহর বহরমপুর জুড়ে ব্যাপক বিক্রি গোলাপ ফুলের।