অবতক খবর,২৯ ডিসেম্বর: তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ রাত্রে চার চাকা করে বাড়ি ফেরার পথে বানপাড়া বাম্পার ক্রস করার পর হঠাৎ তার গাড়ির পিছনে দুষ্কৃতীরা গুলি করে সেই সময় পাপাই ঘোষ তার আরেক বন্ধু লোটনকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল।
দুষ্কৃতীদের ছড়া গুলি গাড়িতে আঘাত করলে পাপাই তার গাড়ির চালককে জোরে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে বলে আবার সামনে থেকে গাড়িতে গাড়ি লক্ষ্য করে গুলি করে। দুষ্কৃতীরা কোনক্রমে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
পাপাই ঘোষ জানায়, যে প্রতি সকালে মোটরসাইকেল নিয়ে আমি ঘুরে বেড়ায় কিন্তু আজ হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো কোনো রকম শত্রুতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন শত্রু তো প্রচুর আছে এ বিষয়ে বহরমপুর থানার আইসিকে সমস্ত ঘটনা জানান। তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।