অবতক খবর,২৮ সেপ্টেম্বরঃ শহর কলকাতায় এলেন শ্রীলংকার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরললীধরন। সল্টলেকের শিক্ষা নিকেতন স্কুলে গেলেন মুরললীধরন।  প্রাক্তন ক্রিকেটার  স্কুলে পা রাখতেই আনন্দের উচ্ছাসে মেতে উঠলেন, নিজস্বী তুলতে ও অটোগ্রাফ নিতে রীতি মতো হুড়োহুড়ি ভিড় শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের।

প্রথমেই তাকে ফুলের মাধ্যমেই বরণ করে নিলেন স্কুল কর্তৃপক্ষ । সেখান থেকে স্কুলের মাঠে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে ক্রিকেট খেললেন , ও বোলিং করলেন তিনি । কলকাতার রসগোল্লা ও খেয়ে দেখেন তিনি। কলকাতা আমার প্রচুর মেমোরি রয়েছে ১৯৯৬ সালে সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলার মুহূর্ত শেয়ার করলেন তিনি । প্রাক্তন ক্রিকেটারের  সঙ্গে ছিলেন অস্কার বিজয়ী চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত অভিনেতা মধুর মিত্তাল। এই বায়োপিকে অভিনেতাকে কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিনারের ভূমিকায় দেখা যাবে।

আগামী ৬ অক্টোবর তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। চলচ্চিত্রটি  আন্ডারডগ গল্পের একটি অল্প বয়স্ক ছেলে থেকে সর্বশ্রেষ্ঠ স্পিনার হয়ে ওঠার গল্প। যিনি অনেক লড়াই করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৮০০ উইকেট দখল করেন।