নিজস্ব সংবাদদাতা, সংকল্প দে, কলকাতা:শহরে এলেন ইডি ডাইরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর মঙ্গলবার সকালে সল্টলেকের ইডি অফিসে আধিকারিকদের সাথে মিটিং করবেন তিন।
সোমবার রাতে কলকাতা এলেন ইডি ডাইরেক্টর ডাইরেক্টর রাহুল নবীন। শুক্রবার রেড করতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয় সন্দেশখালিতে। তিনজন ইডি আধিকারিক কে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল। এদিন রাতেই বনগাঁতে ইডি আধিকারিকদের গাড়ির উপর ইট ছোড়ে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই কোলকাতার ইডি দপ্তর থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে তাদের দিল্লির সদর দপ্তরে। তারপরই সোমবার রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডি ডাইরেক্টর রাহুল নবীন। ইডি সূত্রে খবর মঙ্গলবার ডাইরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সাথে মিটিং করবেন। মঙ্গলবার সকাল 11 টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসবেন, তারপর বৈঠক করবেন দিল্লি থেকে আসা ডাইরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগ্রাওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবারের এই বৈঠকে উঠে আসবে গুরুত্বপূর্ণ বিষয়, ইডি আধিকারিকদের আগামী পদক্ষেপ কি হবে?