অবতক খবর,৪ মার্চ: এবার কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী।কার্যত পুর এলাকায় জঞ্জাল সাফাইয়ের জন্য সরাসরি পুর ও নগরোন্নয়ন দফতরকে দায়িত্ব দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী।রাজ্যের বিভিন্ন পুর এলাকাতেই সাফাই নিয়ে নানা অভিযোগ। বহু জায়গাতেই জঞ্জাল ঠিকঠাক করে পরিষ্কার করা হয় না। যার জেরে দূষণ ছড়ায়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ।পুরসভাগুলিকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলি আদৌ কতটা কার্যকরী হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে। বার বার এনিয়ে সতর্ক করার পরেও পুরসভার ভূমিকা নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে।
বিভিন্ন পুর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের একাধিক পুর এলাকায় আবর্জনা সাফাইয়ের বিষয়টি যথাযথ নয়। এনিয়ে বার বার বিভিন্ন মহলের তরফে বলা হয়েছে। কিন্তু কিন্তু কাজের কাজ বিশেষ কিছু হয়নি। এমনকী সীমিত পরিকাঠামো দিয়ে সবটা করা সম্ভব নয়, এমন নানা অজুহাতও অতীতে শোনা গিয়েছে। তবে এবার আরও ঝা চকচকে হবে পুর এলাকায়। পুর এলাকায় সৌন্দর্যায়ন করা হবে।
সূত্রের খবর, বারাসতের পাশাপাশি রাজ্য়ের একাধিক পুর এলাকায় আবর্জনা সাফাই যথাযথ হচ্ছে না বলে খবর গিয়েছিল মুখ্য়মন্ত্রীর কাছে। তারপরই এই সিদ্ধান্ত।
যেটাই হোক তাতে লাভ হবে সাধারণ মানুষের। কারণ পুর এলাকায় আগের থেকে আরও সুন্দর করে আবর্জনা সাফাই হবে। যার সুফল পাবেন সাধারণ মানুষ।