অবতক খবর,২০ ডিসেম্বর: শশ্মান চুল্লীর শিল্যানাস করণদিঘী বিধায়কের।
উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নং গ্ৰাম পঞ্চায়েতের বরদহি সহ পোটিতে শশ্মান চুল্লীর শিল্যানাস করেন করণদিঘির বিধায়ক। বিধায়ক জানিয়েছেন, বরদহিতে ১২ লক্ষ ৪১ হাজার ও পোটিতে ১২ লক্ষ ৪৩ হাজার টাকায় শশ্মান তেরির কাজের শিল্যানাস করা হয়। শিল্যানাস উপস্থিত ছিলেন রসাখোয়া তৃণমূল কংগ্রেস কর্মীরা করণদিঘি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুল জামা , ১৪ নং জেলা পরিষদের প্রতিনিধি হরে কৃষ্ণ সিংহ সহ স্থানীয় বাসিন্দারা।