অবতক খবর,২৪ এপ্রিল: বিজেপি উত্তর কলকাতা আসনে বিজেপি প্রার্থী তাপস রায় আজ তার পুরনো গুরুর বাড়ি অর্থাৎ 250, চিত্তরঞ্জন এভিনিউ এই বাড়িতে এসে পৌছলেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে। এই বাড়ি পরিচিত অজিত পাঁজার বাড়ি বলে। বর্তমানে বিধায়িকা শশী পাঁজা বসবাস করেন।
শশী পাঁজা আমন্ত্রণ জানান, পাশাপাশি গরমে জল এগিয়ে দেন তাপস বাবুর দিকে। সাদরে গ্রহণ করেন জল। পাশাপাশি অজিত পাঁজার ছবিতে নমস্কার ও মাল্যদান করেন।
এরপরে নিচে এসে দেখা করেন অজিতপাঁজা ভাই আর এক বিধায়ক ডাক্তার রঞ্জিত পাঁজা ছেলের সাথে রঞ্জিত পাঁজা ফটোতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ও বেশ খানিকক্ষণ ছেলের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন।