১লা ফেব্রুয়ারী,মালদা:- শর্টসার্কিটের জেরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের ঘর। জখম এক বধূ । অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলি ও মনোয়ার আলির ঘর।‌

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতিক মিটারে শর্টসার্কিটের আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারদুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছে।