অবতক খবর,৭ ডিসেম্বর,ডুয়ার্স:- শনিবার ঘন কুয়াশায় মোড়া গোটা ডুয়ার্স।কুয়াশার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা ।শনিবার ভোর থেকে এরকমই অবস্থা দেখা গেলো আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তে। এদিকে, ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লক।

শনিবার সকাল থেকেই কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছে গোটা ব্লক জুড়ে। ঘন কুয়াশা দেখে শীতের আমেজ জাঁকিয়ে বসেছে স্থানীয়দের মনে। কুয়াশার কারনে রাস্তায় যানবাহন অন্যদিনের তুলনায় অনেকটা কম ছিল।দৃশ্যমানতা কম থাকায় লাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।সব মিলিয়ে মরশুমের প্রথম শীতের আমেজ ভালই অনুভব করছে ডুয়ার্সবাসী।