অবতক খবর,১৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মণ্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের বৈষ্ণব ডাঙ্গায় শতাব্দী প্রাচীন শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রত্যেক বছর এই মাঘমাসের পূর্ণিমা তিথিতে এই পূজাও মেলা অনুষ্ঠিত হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা ও মেলার উদ্যোক্তা এবং পূজার প্রধান পুরোহিত অর্ধেন্দু চক্রবর্তী ও কার্তিক হাজরারা জানান এই পুজো ও মেলা এই বছর প্রায় ১৩৪ তম বছরে পদার্পণ করে।

কথিত আছে গত ১৩৪ বছর আগে মন্তেশ্বর ব্লকের আউসগ্রামের মহেন্দ্র মন্ডল নামে এক ব্যক্তি পায়ে হেঁটে দূরের এক গ্রামে মেলা দেখতে যাওয়ার পথে এই স্থানে বৈষ্ণব ডাঙ্গায় এক অশ্বথ গাছের তলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ,সেই সময় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নাদেশ দেন দূরে আর কোথাও মেলা দেখতে যেতে হবে না, আমাকে এই ডাঙ্গায় প্রতিষ্ঠিত করে পূজা এবং মেলা আরম্ভর কথা স্বপ্নাদেশে জানান ।

সেই সময় ওই ব্যক্তি আউসগ্রাম, নবগ্রাম ফুলগ্রাম, সহ কোসিগ্রামের মানুষজনদের গৌরাঙ্গ মহাপ্রভুর এই স্বপ্নাদেশের কথা বলেন। তার পর এই চারটি গ্রামের মানুষজনের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই বৈষ্ণবডাঙ্গা এলাকায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা ও মেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই থেকেই এই পূজা ও মেলা হয়ে আসছে। এখন এই পূজা চার গ্রামবাসীর সহ আশপাশ এলাকার আরও ১০ থেকে ১২টি গ্রামের সহযোগিতায় সার্বজনীন বাৎসরিক পূজো হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই আজ পূজার দ্বিতীয় দিনে হরিনাম সংকীর্তন , হোম যজ্ঞের মাধ্যমে পূজা অর্চনার , আরতির মাধ্যমে ও দুপুরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গন তলায় ও বৈষ্ণব ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এলাকার আশপাশ গ্রামের ১০ থেকে ১২ হাজার মানুষজনদের বসিয়ে অন্ন ভোগ খাওয়ানোর মাধ্যমে বৈষ্ণব ডাঙ্গা মোড় এলাকার আনন্দ উৎসাহের সঙ্গে ৬দিনের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়।
এই ৬দিন বাউল , নাচ, গান, সহ আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন আছে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে কার্তিক হাজরা, অর্ধেন্দু চক্রবর্তীরা।