অবতক খবর,১৫ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ ঝুলন যাত্রা হলো হিন্দু ধর্মালম্বী একটি গুরুত্বপূর্ণ উৎসব।

মন্তেশ্বরের বামুনিয়া গ্রাম সহ এলাকার চার পাঁচটি গ্রামের প্রাচীন শতাব্দীর তিনদিনের বাৎসরিক মনসা পূজা তথা ঝাপান উৎসবে আনন্দ উৎসবে মেতে ওঠেন মন্তেশ্বরের বামুনিয়াগ্রাম সহ এলাকার তিন থেকে চারটি গ্রামের মানুষজন।

বামুনিয়া গ্রামের তথা পুজো উদ্যোক্তারা জ্যোতি ঘোষ, তপন ঘোষ, অমল মাঝিরা জানান প্রত্যেক বছর ভাদ্র মাসে ২৮ তারিখে বামুনিয়া গ্রামের প্রাচীন শতাব্দীর তিনদিনের বাৎসরিক মনসা তথা ঝাপান উৎসব হয়। এই পূজা উপলক্ষে গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন আসে, পুজো উপলক্ষে বড় মেলাবসে যাত্রাপালা যাত্রাপালা, অর্কেস্ট্রা সহ তিন দিন আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই এই বছর আজ ২৮ শে ভাদ্র থেকে তিন দিনের প্রাচীন শতাব্দীর মনসা তথা ঝাপান উৎসব আনন্দ উৎসাহের সঙ্গে বামুনিয়া গ্রামের মানুষজন ও আত্মীয়-স্বজন পুজো উপলক্ষে মেতে উঠে।
এই বাৎসরিক মনসা পূজা উপলক্ষেএই সময় এলাকার একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান এলাকার মানুষজন।