অবতক খবর,২৬ অক্টোবর: এবারও সাদলিচক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও সাদলিচক অঞ্চল তৃণমুল কংগ্রেসের সহযোগিতায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের কুমেদপুর তালগ্রাম হাটে একাদশী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল শতবর্ষ প্রাচীন অধিবাসী নৃত্য প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূর, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সদস্য তথা এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোক্তা বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা, সাদলিচক অঞ্চলের প্রধান আফসানা খাতুন,সাদলিচক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনন্দ মন্ডল,সাদলিচক অঞ্চলের তৃণমুল কংগ্রেসের সভাপতি মহ: সেলিম জাহাঙ্গীর সহ বিশিষ্টজনেরা।

এদিনের প্রতিযোগিতায় মালদা জেলার বিভিন্ন এলাকার ১০ টি আদিবাসী নৃত্যের দল অংশগ্রহণ করে এবং এলাকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ কুমেরপুর তালগ্রাম হাটে ভীড় জমায় এই আদিবাসী নৃত্য দেখার জন্য।

আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূর,সভাপতি রিজিয়া সুলতান,প্রধান আফসানা খাতুন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনামনি সরেনের দল ও দ্বিতীয় স্থান অর্জন করে আসু টুডুর দল এবং তৃতীয় স্থান অর্জন করে সঞ্জলি হেমব্রেম এর দল।প্রথম দ্বিতীয় তৃতীয় দলের হতে ট্রফি ও আর্থিক পুরষ্কার তুলে দেওয়া হয়।এছাড়াও প্রত্যেক দলের জন্য সান্তনা পুরস্কার দেওয়া হয়।

এদিন রাজ্য রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূর
বলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলে খুব সুন্দর আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, আমার বিধানসভা এলাকায় তালগ্রাম হাটে শতবর্ষ প্রাচীন আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দেখে আমরা সবাই মুগ্ধ। উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়।