অবতক খবর,৩১ ডিসেম্বর: রবিবার সকালে নদীয়ার রানাঘাট ধানতলার গোড়ারমাঠে শটখান ক্যারাটে এন্ড আল্টিমেট সেল্ফ ডিফেন্স এ্যকাডেমির সিইও শাশ্বত বিশ্বাসের উদ্যোগে ক্যারাটের গ্ৰান্ডিং পরীক্ষা সহ ছাত্র -ছাত্রীদের মেধাবীকরণ অনুষ্ঠিত হলো। আজকের এই পরীক্ষা শিবির অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামালগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলু অধিকারী, উপপ্রধান রবিণ বিশ্বাস, সহ পঞ্চায়েতের সদস্য নারায়ন দস্তিদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সফল পরীক্ষার্থীদের হাতে মালপত্র সহ বেল্ট প্রদান করা হয়। তার পাশাপাশি প্রতিযোগিদের মধ্যে টালিভাঙার চিত্র প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল মূল উদ্যোক্তা তথা সিইও শাশ্বত বিশ্বাসের একটি আস্ত বরফ হাত দিয়ে ভাঙ্গার দৃশ্য।