অবতক খবর,৬ মার্চ : বেলডাঙ্গা ২ নং ব্লকের অন্তর্গত শক্তিপুর থানার উচ্চ বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীগণ আজ মিছিল করে স্নাতক স্তরের শিক্ষার সুব্যবস্থা দাবি জানিয়ে আন্দোলন ।

এলাকার দাবী একটি দ্বীপ সদৃশ স্থানে বাস করছি আমরা যার পূর্বে ভাগীরথী, পশ্চিমে বাবলা, উত্তরে উত্তরাসন নদী, দক্ষিণে ভাগারীথী ও বাবলার সস্ত্রাস।
এই স্থানে জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে মোট ৭টি উচ্চ বিদ্যালয় গড়ে উঠেছে। কিন্তু দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হওমার পর, উচ্চ শিক্ষার জন্য এলাকায় কোনো কলেজ নেই, তাই আমাদের মতো সাধারণে প্রান্তিক ঘরেন পড়ুয়ারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এলাকা থেকে কিছু সংখ্যক পড়ুয়া বহমপুর, সালার কলেজে পড়তে গেলেও নিত্য যাতায়াতের খরচ, ধকল ও পরিশ্রমে ক্লান্ত হয়ে উচ্চ শিক্ষা নিতে পারছেনা।

তাই এই এলাকায় একটা কলেজ এর দাবী নিয়ে ছাত্র ছাত্রীরা মিছিল করল