অবতক খবর,২০ জুন,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে খেটে খাওয়া কৃষক পরিবারের বহু মানুষ উপকৃত হচ্ছে । বছরে দুটি কিস্তিতে ন্যূনতম ৪০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত এ প্রকল্পে দেওয়া হয় ।
সারা বছরই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যায়। ন্যূনতম জমি থাকলেই এই প্রকল্পের আবেদন করতে পারে মানুষজন। লোকসভা ভোট পরিস্থিতির কারণে বিগত কয়েক মাস এই কাজ বন্ধ ছিল। ভোটের ফলাফল বের হওয়ার পর পুনরায় এই কাজ শুরু হয়েছে। মন্তেশ্বর কিষাণ মান্ডি চত্বরে কৃষি দপ্তরের সামনে বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করার জন্য লম্বা লাইন চোখে পড়ে।
কৃষকরা জানায় , তারা রাজ্য সরকারের এই সুবিধা নেওয়ার জন্য ফর্ম ফিলাপ করছে। অন্যদিকে মন্তেশ্বর কৃষি দপ্তরের আধিকারিক জানান, এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা জমি থাকলেই পাওয়া যায় । সারা বছর কিছু দপ্তরের মাধ্যমে এই সুবিধা নিতে পারে কৃষকরা।