অবতক খবর,৭ এপ্রিল: এদিন কান্দির রনগ্রাম থেকে ১১ জন মহিলা তাদের সংসার খরচের থেকে জমানো, জমির ফসল, ছাগল, বিক্রির টাকা, আবার কারোর স্বামীর এক দিনের রোজগারের জমানো মোট ১১০০০ টাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাতে। তারা মনে করছেন দাদার লোকসভা নির্বাচনে কাজে অর্থের প্রয়োজন সেই জন্যই আজ প্রগ্রাম থেকে আগত 11 জন মহিলা তারা প্রত্যেকেই 1000 টাকা করে তাদের ভালোবাসার দাদার হাতে তুলে দিলেন।