অবতক খবর,২৮ ফেব্রুয়ারি: আগামী লোকসভা ভোটের আগে জেলাপর্যায়ে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু ,, বুধবার উত্তর দিনাজপুর জেলা সংলগ্ন বিহার রাজ্যের কিষানগঞ্জ, বাইসি এবং বারসই মহকুমা আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ।
তিনি জানিয়েছেন, ইসলামপুর মহকুমা সংলগ্ন বিহার রাজ্যের তিন মহকুমার সাধারন প্রশাসন,পুলিশ প্রশাসন এবং আফগারি দপ্তরের আধিকারিকদের বৈঠক করা হয়েছে।লোকসভা ভোটের আগে কোন কোন এলাকায় নাঁকা চেকিং পয়েন্ট, ভোটের ৭২ ঘন্টা আগে বিহার সীমান্ত সিল করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
মহকুমা শাসক সোসাল মিডিয়ার মাধ্যমে তিন মহকুমা প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন বলে ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ জানিয়েছেন। বিহার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, লোকসভা ভোটে দুই রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রাখতেই এই বৈঠক।